প্রচ্ছদ

রিজাল ব্যাংকের প্রেসিডেন্ট অনির্দিষ্টকালীন ছুটিতে

২৩ মার্চ ২০১৬, ২২:০০

ফেঞ্চুগঞ্জ সমাচার

205614interphoto_1363702077অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের প্রেসিডেন্ট লরেঞ্জো তান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির বিষয়ে লরেঞ্জো সহায়তা প্রদান করেছিলেন।

বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তার ছুটির আবেদন গ্রহণ করা হয়। ব্যাংকটির চেয়ারম্যান হেলেন ওয়াই দি প্রেসিডেন্টের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। ছুটির বিষয়ে ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, অর্থ পাচারের বিষয়ে ব্যাংকের যে তদন্ত চলছে তাতে নিজের সম্পৃক্ততা যাতে না থাকে সে জন্য তিনি নিজ থেকেই ব্যাংকের বোর্ডের কাছে ছুটি মঞ্জুরের আবেদন করেছেন।

রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলারের অর্থ পাচার হয়। অর্থ পাচারে সহায়তার জন্য মঙ্গলবার ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক সান্তোষ দেগুইতো ও তার সহকারী অ্যাঙ্গোলা তরেসকে বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার