প্রচ্ছদ

নতুন নকশায় ইনস্টাগ্রাম

১৪ মে ২০১৬, ১১:৫৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

tumblr_inline_o70n25Uma41qm4rc3_540নকশায় পরিবর্তন এসেছে ছবি ও ভিডিও শেয়ারের স্মার্টফোন অ্যাপ ইনস্টাগ্রামে। সঙ্গে লোগোতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। পাঁচ বছর বয়সী এই অ্যাপে এবারই প্রথম এমন পরিবর্তন এল গত বৃহস্পতিবার।ইনস্টাগ্রামের নতুন সাজ
বাঙালি লেখক প্রমথ চৌধুরী বলেছিলেন, ‘অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কী?’ এই বাণী যেন আজকাল খুব মেনে চলছে বিশ্বের বাঘা বাঘা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে পণ্যের নকশার বেলায় এটা যেন মূলমন্ত্র। গুগলের বর্তমান লোগোটির দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, পুরোনো লোগোগুলোর মতো অত জবরজং নয় নবীন লোগোটি। ইনস্টাগ্রামের বেলায়ও তেমনটা হয়েছে। পুরোনো লোগোতে ছিল একটা ক্যামেরার ছবি আর রংধনুর সাত রং। নতুনটিতেও ক্যামেরা আছে, তবে সেটাকে বেশ খানিকটা সরল করা হয়েছে।
নতুন নকশায় ইনস্টাগ্রাম ফিরে গেছে একেবারে পুরোনো আমলে, অর্থাৎ সাদা-কালোতে। নকশার পাশাপাশি আরেকটা পরিবর্তন এসেছে এতে। ছবি ও ভিডিও শেয়ারের জন্য আরও বেশি জায়গা দেবে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামের হেড অব ডিজাইন ইয়ান স্প্যালটার বলেন, ‘পাঁচ বছরে অনেক কিছুই বদলে গেছে। ইনস্টাগ্রাম এখন নানান বিষয়ে আগ্রহীদের একটি জায়গা, যেখানে মানুষ আগের তুলনায় অনেক বেশি ছবি ও ভিডিও দিচ্ছে। ব্যবহার করছে “বুমেরাং” ও “লে-আউটের” মতো নতুন সব টুল। এক্সপ্লোর ট্যাবে প্রেস করে তারা একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন সব উপায়ে।’

হাইপারল্যাপস, লে-আউট ও বুমেরাং—এগুলো হচ্ছে ইনস্টাগ্রামের সহায়ক অ্যাপ। বুমেরাং দিয়ে ছোট ছোট ভিডিও ধারণ করা যায়। সেসব ভিডিও আবার না থামানো পর্যন্ত অবিরাম চলে। অর্থাৎ একবার শেষ হলে আপনাআপনি শুরু থেকে চলতে থাকে। হাইপারল্যাপসের কাজ হলো টাইম-ল্যাপস (ধীর গতির) ভিডিও তৈরি করা। এই সেকেন্ডারি অ্যাপগুলোর নকশায়ও পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। ৪০০ মিলিয়ন ব্যবহারকারীর ইনস্টাগ্রামে এই পরিবর্তন কে কীভাবে নিচ্ছে, তা সময়ই বলে দেবে!d1119553eca9d0a7a5b2a757291440de-2

সূত্র: টাইম

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
3Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার