প্রচ্ছদ

৪.৮৩ বিলিয়ন ডলারে ইয়াহুকে কিনে নিল ভেরিজন

২৭ জুলাই ২০১৬, ১৪:০৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageবিশ্বখ্যাত টেক জায়ান্ট ইয়াহু ইনকর্পোরেটেডের ইন্টারনেট ব্যবসা নগদ ৪.৮৩ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে আত্তীকরণ প্রক্রিয়া শেষ করেছে টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠান ভেরিজন। এতে ধুকতে থাকা প্রতিষ্ঠানটির একটি যুগের অবসান হলো।
ইয়াহুর ইন্টারনেট ব্যবসা কিনে নেয়ার পরে ভেরিজন তাদের আমেরিকান অনলাইন (এওএল.কম) এর উন্নতি ঘটাতে পারবে। ৪.৪ বিলিয়ন ডলারে গত বছর প্রতিষ্ঠানটিকে কিনেছিল তারা। ইয়াহুর বিজ্ঞাপন টেকনোলজি, মেসেঞ্জার ও মেইল ব্যবহার করে এখন সেটির উন্নয়ন সাধন করতে পারবে।
এই চুক্তি প্রতিষ্ঠান হিসেবে ইয়াহুর সমাপ্তি ঘটলো। তবে এই চুক্তিতে চাইনিজ ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের ১৫ শতাংশর মালিকানা, ইয়াহু জাপান কর্পোরেশনের ৩৫.৫ শতাংশ অন্তর্ভুক্ত হয়নি। আলিবাবা ও ইয়াহু জাপানের বিনিয়োগের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার যেখানে শুক্রবার পর্যন্ত ইয়াহু ইনকর্পোরেটেডের বাজারমূল্য ছিল ৩৭.৪ বিলিয়ন ডলার। রয়টার্স।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার