প্রচ্ছদ

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুললেই কঠোর শাস্তি!

০৪ মার্চ ২০১৬, ১২:২০

ফেঞ্চুগঞ্জ সমাচার

115557FACEBOOK_2963641bফেসবুকে ভুয়া অ্যাকাউন্টধারীদের সংখ্যা বেড়েই চলেছে। ফেক অ্যাকাউন্টধারীরা নামে বেনামে অ্যাকাউন্ট খুলে অন্যদের বিরক্ত করেন। এমনকি অহরহ ভার্চুয়াল ক্রাইমও করে থাকেন। এবার এই ফেক অ্যাকাউন্টের ক্ষেত্রে সাইবার আইনে নতুন সংশোধনী এনেছে ব্রিটেন সরকার।
ফেক অ্যাকাউন্ট ব্যবহারকারী ধরা পড়লে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার। ইংল্যান্ড এবং ওয়েলসে ‘ফেক অ্যাকাউন্ট’ বানিয়ে তা ব্যবহার করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই ধরা হবে। আর শাস্তি হতে পারে আর্থিক জরিমানা। এমনকি হতে পারে জেলও।
কীভাবে ধরা পড়বে ফেক অ্যাকাউন্ট? ব্রিটেনের সরকার এমন এক পরিষেবা চালু করতে চলেছে, যেখানে সন্দেহজনক প্রোফাইলের ওপর নজরদারি করবে প্রশাসন। আর তা হবে অভিযোগের ভিত্তিতে।
বাংলাদেশে এখনও পর্যন্ত এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, তবে সাইবার ক্রাইমকে প্রতিরোধ করতে এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে সরকার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার