প্রচ্ছদ

১৫ মিনিটেই মোবাইল চার্জ!

২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

VOOC Flash Charge for OPPO Androidচীনের মোবাইল ফোন নির্মাতা অপো সম্প্রতি তাদের নতুন একটি স্মার্টফোনে বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জিং পদ্ধতি যুক্ত করার ঘোষণা দিয়েছে। এই পদ্ধতিতে দুই হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারিতে পূর্ণ চার্জ দিতে মাত্র ১৫ মিনিট সময় লাগে।

২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘সুপার ভিওওসি’ নামের এই চার্জিং প্রযুক্তি দেখিয়েছে অপো। প্রচলিত মাইক্রো ইউএসবির পাশাপাশি ইউএসবি টাইপ সি কেবল দিয়েও দ্রুত চার্জ দেওয়া যাবে। এই প্রযুক্তিটি লো-ভোল্টেজ অ্যালগরিদম ব্যবহার করে কম তাপমাত্রায় চার্জ ধরে রাখতে পারে। মাত্র পাঁচ মিনিট চার্জ দিলেও ১০ ঘণ্টা টকটাইম পাওয়া যাবে।
এর আগে কোয়ালকমের ‘কুইক চার্জ ৩’ নামের দ্রুতগতির চার্জিং প্রযুক্তি ছিল কোয়ালকমের যাতে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে ৩৫ মিনিট লাগত। কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরচালিত ফোনে এ সুবিধা পাওয়া যায়।
সুপার ভিওওসি প্রযুক্তি কেবল অপোর স্মার্টফোনে ব্যবহার করা যাবে। এফ ১ প্লাস নামের স্মার্টফোনে এই প্রযুক্তি থাকতে পারে। তথ্যসূত্র: আইএএনএস।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার