প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে এসএফসিএল ১ম আন্তঃবিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৫০

ফেঞ্চুগঞ্জ সমাচার

ফেঞ্চুগঞ্জ এসএফসিএল কেন্দ্রিয় ক্রীড়া পরিষদের উদ্যেগে ১ম আন্তঃবিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শনিবার ফেঞ্চুগঞ্জ সারকারখানা মাঠে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রিয় ক্রীড়া পরিষদের সভাপতি আনসার আলী শিকদার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ও সালাহ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল সার কারখানার জিএম (এমটিএস) মো. মনিরুল হক, অতিরিক্ত প্রধান কর্মকর্তা (টিএসডি) জাকির হোসেন, অতিরিক্ত প্রধান কর্মকর্তা (টিএসডি) বিল্লাল হোসেন, অতিরিক্ত প্রধান কর্মকর্তা (টিএসডি) সুনিল চন্দ্র দাস, উপ-প্রধান কর্মকর্তা (টিএসডি) আব্দুল বারিক, ম্যানেজার এডমিন মিজানুর রহমান, সিবিএ সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক রায়হান খন্দকার। এর আগে সকাল ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বর্ণাঢ্য এ প্রতিযোগিতায় ১৭টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, খেলাধুলায় ফেঞ্চুগঞ্জের অতীত ঐতিহ্য রয়েছে। ফেঞ্চুগঞ্জ সার কারখানা মাঠে অনেক দক্ষ খেলোয়াড় তৈরী হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে বর্তমান শাহজালাল সারকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার