প্রচ্ছদ

সাকিবের ঘূর্ণিতে ২১৭ রানে অলআউট অস্ট্রেলিয়া; দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৫ রান এক উইকেট

২৮ আগস্ট ২০১৭, ১৭:২৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

২৮ আগস্ট, ২০১৭  : অলরাউন্ডার সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে পড়ে ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৭ রানেই অলআউট হয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।
নিজের ৫০ টেস্টের প্রথম ইনিংসে ২৫ দশমিক ৫ ওভার বল করে ৬৮ রানে ৫ উইকেট নেন সাকিব। এই নিয়ে ১৬তম বারের মতো ৫ বা ততোধিক নিয়েছেন তিনি। আর দেশের মাটিতে এই নিয়ে ১২বার ৫ বা ততোধিক উইকেট নেয়ার কীর্তি গড়লেন সাকিব।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাট রেনশ ৪৫, অ্যাস্টন আগার অপরাজিত ৪১, পিটার হ্যান্ডসকম্ব ৩৩ ও প্যাট কামিন্স ২৫ রান করেন। বাংলাদেশের পক্ষে সাকিব ছাড়াও মেহেদি হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম ১টি উইকেট নেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৫ রান এক উইকেট সৌম্য ১৫ রান নিয়ে আউট হন দিন শেষে তামিম ইকবালের সংগ্রহ ৩০ রান সঙ্গে আছেন তাইজুল ইসলাম।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার