প্রচ্ছদ

সিলেট থেকে হজ্বের সরাসরি ফ্লাইট শুরু

১৭ আগস্ট ২০১৬, ১৭:৪০

ফেঞ্চুগঞ্জ সমাচার

hj-600x337হজ্ব যাত্রীদের নিয়ে সিলেট থেকে শুরু হয়েছে হজের সরাসরি ফ্লাইট। সিলেট-জেদ্দা ৪টি ফ্লাইটের প্রথমটি যথাসময়ে হাজীদের নিয়ে সিলেট ছেড়েছে। বুধবার দুপুর ১২টায় ৪শ ১৯ জন হাজী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেট ছেড়ে বলে জানা গেছে ।
অবশ্য রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রাম থেকে কয়েক দিন আগেই হজ ফ্লাইট শুরু হয়েছে।
এ বছর সিলেট অঞ্চল থেকে ৩ হাজার হাজী হজ্বব্রত পালন করতে যাচ্ছেন। তাদের পরিবহণের জন্য সিলেট-জেদ্দা ৪টি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ফ্লাইট ৩০ আগস্ট রাত ০৯টা ৪৫ মিনিটে। ৩১ আগস্ট রাত ০৯টায় তৃতীয় এবং ০২ সেপ্টেম্বর রাত ০৯টা ৪৫ মিনিটে শেষ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে সিলেট ছাড়বে বলে জানিয়েছেন হাব সিলেট জোনের অর্থ সম্পাদক জুনায়েদ আলী। এ ছাড়াও সিলেট থেকে ঢাকার সাথে কানেক্টিং ফ্লাইটেও হজ্ব যাত্রী পরিবহণ চলছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার