প্রচ্ছদ

সিলেট-৩ আসনে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো

২৪ অক্টোবর ২০১৯, ০০:০৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

সরকার দেশের ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৭শ’ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ঘোষণা দিয়ে এর নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন,‘ আপনারা নীতিমালা অনুযায়ী সকল নির্দেশনা পূর্ণ করতে পেরেছেন বলে এমপিও ভুক্ত হয়েছেন। কাজেই এটা ধরে রাখতে হবে।’
‘কেউ যদি এটা ধরে রাখতে ব্যর্থ হয়, সাথে সাথে তার এমপিও ভুক্তি বাতিল হবে। কারণ এমপিও ভুক্তি হয়ে গেছে- বেতনতো পাবই, ক্লাশ করানোর দরকার কি, পড়ানোর দরকার কি, এ চিন্তা করলে কিন্তু চলবে না’ যোগ করেন তিনি।
সিলেট-৩ আসনে বিভাগের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো। এসব শিক্ষা প্রতিষ্ঠান নাম হলো
দক্ষিণ সুরমাঃ
১) ইকরা আইডিয়াল হাই স্কুল।
২) জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুল।
৩) হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়।
৪) বলদী আইডিয়াল মেমোরিয়াল হাই স্কুল।
৫) হযরত শাহজালাল (রঃ) হাই স্কুল।
৬) ইলাইগঞ্জ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা।
৭) সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,
৮) তাফসীরুল কোরআন মাদ্রাসা
৯) তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসা
১০) লতিফা শফি চৌধুরী মহিলা কলেজ,
১১) নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ।
ফেঞ্চুগঞ্জঃ
১২) মশাহিদ আলী বালিকা দাখিল মাদ্রাসা
১৩) ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদ্রাসা
১৪) মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজ ।
বালাগঞ্জঃ
১৫) ইসলামিয়া মোহাম্মদিয়া আলীম মাদরাসা।
১৬) আজিজপুর হাই স্কুল
১৭) মহিষাশী আতাসন হাই স্কুল
১৮) সমিরুনন্নেছা হাই স্কুল
১৯) গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী।
২০) কালীগঞ্জ এম ইলিয়াস আলী হাই স্কুল

এমপিওভূক্তির খবরে সিলেট-৩ আসনের জনগন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য জননেতা জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার