প্রচ্ছদ

ফের আকাশসীমা লঙ্ঘন করলো মিয়ানমার

১৬ সেপ্টেম্বর ২০১৭, ০০:৫২

ফেঞ্চুগঞ্জ সমাচার

মিয়ানমারের সামরিক ড্রোন ও হেলিকপ্টার গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর আবারো বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ঘটনায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে আজ শুক্রবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র ধরিয়ে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।   প্রতিবাদপত্রে বাংলাদেশ মিয়ানমারের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমার সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে। বাংলাদেশ এটাও বলেছে যে, এ ধরনের উসকানিমূলক তৎপরতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।   এর আগে আগস্টের ২৭ ও ২৮ এবং ১ সেপ্টেম্বর কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল মিয়ানমারের হেলিকপ্টার। ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে প্রতিবাদ জানানো হয়

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার