প্রচ্ছদ

তিনভাগে বিভক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ

০৬ আগস্ট ২০১৭, ০৩:৪৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

তিনভাগে বিভক্ত হয়ে পড়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ একই নামে তিনটি ব্যানারে পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ এর নেতৃত্বে চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে, ও সহ সভাপতি মুহিত আহমদ শাহ এবং সাধারণ সম্পাদক এম.ফারহান সাদিকের নেতৃত্বে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের দলীয় কার্যালয়ে ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ সুলতান পাশা ও সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেসের নেতৃত্বে ফেরিঘাট দলীয় কার্যালয়ে অনুষ্ঠান করা হয়।তিন ব্যানারে একই অনুষ্ঠান নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ২নং মাইজগাও ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ মালাকার বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিট। কিন্তু আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ এই অনুষ্ঠানটি একই নামে তিনটি ব্যানারে হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি নেতৃত্ব দিতে ব্যর্থ অখ্যায়িত করে তিনি আরো বলেন,যদি ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি সঠিক নেতৃত্বে সুসংগঠিত থাকতো তাহলে একই নামে তিন ব্যানারে অনুষ্ঠান হত না।। ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৮নং পিঠাইটিকর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক রিফুল আহমদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালন করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কিন্তু এই অনুষ্ঠানটি একই নামে তিনটি ব্যানারে করা হয়েছে বিভিন্ন স্থানে। তিনি আরো বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি সঠিক নেতৃত্বে নেই বলে একই নামে তিনটি ব্যানারে অনুষ্ঠানটি হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার