প্রচ্ছদ

বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ দেশ গড়তে দলীয় নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে-সামাদ চৌধুরী এমপি

০৮ ডিসেম্বর ২০১৯, ১০:২৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এমপি, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। সৎ ও নিষ্ঠার সাথে দলের কার্যক্রম পরিচালিত হলে জনগণের আস্থা অর্জন সম্ভব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি চিন্তায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দলীয় নেতাকর্মীদের সংগঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী ৭ ডিসেম্বর শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ এমএসি পার্টি সেন্টারে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখলাকুর রহমান চৌধুরী সেলিম, ফয়জুল ইসলাম মানিক, মীর সাখাওয়াত হোসেন তরু, নজরুল ইসলাম মিফতার, মিছবাহ উদ্দিন চৌধুরী, শাহ বদরুল ইসলাম, রাজু আহমদ রাজা, মামুন আহমদ নেওয়াজ, সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল কাদির খান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, জাহেদুল ইসলাম সুনাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেবনাথ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন (জিএস), দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী এনামুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির তিতন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম ভিপি, মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বারেক, শ্রম সম্পাদক আব্দুল মালেক চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বদরুল আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মুহিবুর রহমান হিরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, নুরুল ইসলাম খোকন, আব্দুল আউয়াল কয়েছ, সহ-দপ্তর সম্পাদক নাছির উদ্দিন টুকু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরানুল ইসলাম কামরান, কোষাধ্যক্ষ দ্বীন মোহাম্মদ ফয়ছল, সদস্য কমর উদ্দিন চৌধুরী, হাজী খলিলুর রহমান, ঋষিকেশ দে রন্টু, আব্দুল মোতালিব হেনু মিয়া, আনোয়ার হোসেন ইরন, মিছবাহ উদ্দিন হিরন, আব্দুর রউফ মাস্টার, মঈন উদ্দিন আহমদ, আলতাউর রহমান রুনু, আব্দুল মালিক শাইস্তা, শাহীন আহমদ খান, রফিক উদ্দিন রফি, রছমান আলী, আফতাব আলী, মিজানুর রহমান বাবেল, মুজিবুর রহমান, সুসেন্দ্র বিশ্বাস, জিল্লুর রহমান, কবির আহমদ, পংকি মিয়া, আব্দুল কাইয়ুম, আবু মিয়া, সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম, রুহুল আমিন, জুলহাস আহমদ, মুক্তার চৌধুরী, নজমুল হোসেন প্রমুখ।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার