প্রচ্ছদ

১৫ কোটি টাকা ব্যয়ে ৩১ থেকে ৫০ শয্যা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সামাদ চৌধুরী এমপি

০৫ ডিসেম্বর ২০২০, ১৩:২৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

বালাগঞ্জ প্রতিনিধি।
সিলেট ৩ আসনের সংসদ সদস্য,
বানিজ্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন,
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি আমি কৃতজ্ঞ, আমার নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতিপূর্বে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হয়েছে যার ফলে প্রতিটি উপজেলার জনগণ সরকার প্রদত্ত স্বাস্থ্য সেবার আরো সুযোগ পাচ্ছে,
আজ বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যার ৭ তলা বিশিষ্ট উন্নিত করন কাজ শুরু হওয়ায় জনগণ এর সুফল ভূগ করতে সক্ষম হবে, ১৪ কোটি ৭২ লক্ষ টাকা ব্যায়ে এ ভবনটির নির্মাণ কাজ শেষ হলে এ উপজেলার জনগণের আশা আখাংকার প্রতিফলন ঘটবে,
তিনি নির্মাণ কাজ টেকসই ও যথাসময়ে শেষ করতে সংস্লিষ্টদের প্রতি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল (৫ ই ডিসেম্বর) শনিবার সকালে ১৪ কোটি ৭২ লক্ষ টাকা ব্যায়ে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা বিশিষ্ট বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন,
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামছুদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক এম এ মতিন, পুর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন, আওয়ামীলীগ নেতা সাইস্তা মিয়া, আজমল বেগ, ইউপি সদস্য খলিলুর রহমান খলকু, আমির আলী,তুহিন মনসুর, সিলেট জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এমরুল হক প্রমুখ।
উল্লেখ্য এ ভবনে লিফট নিজস্ব জেনারেটর সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।
পরে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন।
দুপুরে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রুবেল আহমদ এর পিতা বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মরহুম আব্দুল হাফিজ রেনু মিয়ার কবর জিয়ারত করেন এবং মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার