প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে করোনা আক্রান্ত সংখ্যা বড়ে ৬৩, সুস্থ ৩৬ ও মৃত্যু ৩

১৩ জুলাই ২০২০, ১৮:১০

ফেঞ্চুগঞ্জ সমাচার

স্টাফ রিপোর্টার:: ফেঞ্চুগঞ্জ উপজেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন এবং করোনা আক্রান্ত অবস্থায় মারা গেছেন ৩ জন।

উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স-কর্মচারী, থানা পুলিশ সদস্য, ইউএনও অফিসের কর্মচারী ও অন্যান্যসহ সোমবার (১৩ জুলাই) পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬৩জন। ইতিমধ্যে ওই আক্রান্তের মধ্যে থেকে ৩৬ জন সুস্থ হয়ে ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১১মে ফেঞ্চুগঞ্জে প্রথম একজন নার্সের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। যার ফলে উপজেলা প্রশাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেন। এরপর থেকে ফেঞ্চুগঞ্জে বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান ফেঞ্চুগঞ্জ নিউজকে বলেন, বাড়িতে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের প্রায় শতভাগ মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আমরা সবসময় ফোনে রোগীদের ফলোআপ করছি ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার