প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ থানার ওসিকে প্রতিজ্ঞা করালেন এসপি

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো জঙ্গি সন্ত্রাস মাদক বিরোধী এবং বিট পুলিশিংয়ের সভা। ফেঞ্চুগঞ্জ থানা প্রাঙ্গনে আয়োজিয় এ সভা শুরু হয় বুধবার বিকাল ৪টায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। বক্তব্য শেষে তিনি মঞ্চ ত্যাগ করার সময় আচমকায় মাইক্রোফোন হাতে নিয়ে ওসিকে থামিয়ে দেন সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। তিনি ওসিকে দাড় করিয়ে উপস্থিত জনতার সামনে প্রতিজ্ঞা করান যে- থানায় ৫ মিনিটের মধ্যে সাধারণ ডায়েরি নিতে হবে, কেউ থানায় কোন সেবা নিতে আসলে ওসি সাহেব নাই, বাহিরে আছেন ইত্যাদি বলে সময় ক্ষেপণ করা যাবে না এবং কোন নেতা বা প্রভাবশালীর তদবির ছাড়াই মামলা গ্রহণ কর‍তে হবে। এই তিন প্রতিজ্ঞা করেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ। পুলিশ

সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন আমি খোজ রাখব ওসির এই তিন প্রতিজ্ঞার ব্যতিক্রম হলে ওসি থাকবে না। আচমকা এরকম জনতা বান্ধব প্রতিজ্ঞায় উৎফুল্ল হয়ে উঠেন উপস্থিত শত শত জনতা। তারা দাঁড়িয়ে হাততালি দিয়ে পুলিশ সুপারকে সাধুবাদ জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার