প্রচ্ছদ

দলের নির্দেশেই আমি মাঠে আছি, শেষ পর্যন্ত আমি কাজ করে যাবো: লুনা

০৬ অক্টোবর ২০২৫, ১৯:৩০

ফেঞ্চুগঞ্জ সমাচার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, আমি দলের নির্দেশেই মাঠে কাজ করছি। নতুন করে কাজ করছি এমনও নয়। আমার স্বামী ইলিয়াস আলী গুম হওয়ার পর দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদতা জিয়া আমাকে এলাকার মানুষদের জন্য কাজ করতে বলেছেন। সে-ই থেকে আমি মাঠে আছি।

তিনি বলেন, সিলেট-২ আসনের কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দল থেকে আমাকে এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানানো হয়নি। কোন কোন মিডিয়ায় নানা কিছু লেখা হচ্ছে, তারা কি উদ্দেশে এসব লিখেছেন তা আমি জানি না। আমি মাঠে কাজ করে যাচ্ছি। শেষ পর্যন্ত আমি কাজ করবো।

সোমবার (৬ অক্টোবর) বিকালে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)- কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মনোনয়ন না পেলে কী করবেন এমন এক পশ্নের জবাবে তিনি বলেন, আগে দল সিদ্ধান্ত দিক। তারপর আপনারা বুঝবেন। দল সিদ্ধান্ত নিলে প্রতিক্রিয়া জানাবো। আগে আগে প্রতিকিয়া জানিয়ে কি লাভ।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন কোন ক্রাইটেরিয়ায় মনোনয়ন দেওয়া হবে। তার মধ্যে রয়েছে দীর্ঘদিনের ত্যাগী কর্মী ও যাদের জনসম্পৃক্ততা রয়েছে- তাদেরকে দল মূল্যায়িত করবে। ফলে যারা ত্যাগী ও জনপ্রিয় তাদের হতাশ হওয়ার কিছু নেই।

এর আগে তিনি ইমজার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যমূলকভাবে মতবিনিময় করেন এবং সিলেট-২ আসনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপির সম্ভাব্য প্রার্থী নির্বাচন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন রাখেন, যার উত্তর দেন তাহসীনা রুশদী লুনা।

লুনা বলেন, গত ১৭ বছর আমরা জনগনের সাথে মিশতে পারিনি। ফ্যাসিস্ট সরকার আমাদের জনগরে সথে মিশতে দেয়নি। এখন আমরা সেই গ্যাপটা পুরণ করার চেষ্টা করছি। মানুষের কাছে যাচ্ছি। বিএনপির বার্তা মানুষের কাছে পৌছে দিচ্ছি।

ইলিয়াস আলীর পত্নী লুনা বলেন, আওয়ামী লীগের ভোটাররা তো আছেই। নেতারা হয়তো এলাকায় নেই। কিন্তু সাধারণ ভোটাররা তো আছে। তবে তাদের তো প্রার্থী নেই। এখন তারা ভোট কেন্দ্রে যাবে কী না এই প্রশ্ন আছে। তারা যাতে ভোট কেন্দ্রে যায় এই চেষ্টা আমরা করছি। এবং একজন গ্রহণযোগ্য প্রার্থীকে যাতে ভোট দেয় এই চেষ্টা করছি।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার