প্রচ্ছদ

সুবিদবাজারে ঘরের বাথরুম থেকে শিশুর মরদেহ উদ্ধার

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেটে নগরের সুবিধবাজারে বাসার বাথরুম থেকে সামিউল নামে দশ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালের নগরীর সুবিদবাজারের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর বিপরীত গলি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারকেরে পুলিশ। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

তবে স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সামিউলকে তার মা বকাঝকা করেছিলেন। এর কিছুক্ষণ পর বাথরুমে প্রবেশ করে। পরবর্তীতে বাথরুমে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ’সামিউলের লাশ এখনো ওসমানীর মর্গে রাখা আছে। এ ব্যাপারে কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি।’

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার