পরকীয়া প্রেমের সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮
হবিগঞ্জের চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ফারজানা বেগম (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় রবিবার (৭ ডিসেম্বর) সকালে সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
‘পরকিয়া প্রেমের’ সন্দেহে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় ফারজানার স্বামী নুর আলীকে আটক করেছে পুলিশ।
নিহত ফারজানা বেগম উপজেলার শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। ফারজানা দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে তার মাকে নিয়ে ভাড়া থাকতেন এবং প্রাণ কোম্পানিতে চাকুরি করতেন বলে জানা গেছে।
জানা যায়, ফারজানা সকালে কাজ থেকে বাসায় ফেরার পর তার স্বামী নুর আলীর সঙ্গে ফারজানার হাতে থাকা একটি ব্রেসলেট থাকাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে নুর আলী উত্তেজিত হয়ে ফারজানার পেটে উপর্যপূরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর ফারজানাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে নুর আলীও ছুটে আসেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবত পরকিয়ার বিষয় নিয়ে মনমালিন্য চলে আসছিল।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন শাহীন জানান, ব্রেসলাইট ও পরকীয়ার বিষয়টি সামনে রেখে এই হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


