প্রচ্ছদ

সিলেট- দিনে দুপুরে ছাত্রকে অপহরণের চেষ্টা

১৮ নভেম্বর ২০২৫, ২২:১৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

ফেঞ্চুগঞ্জ সমাচার ডেস্ক ::: সিলেট নগরীর নবাব রোডে দিনে দুপুরে এক ছাত্রকে অপহরণ ও প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে ৭/৮ জন অস্ত্রধারী ছিনতাইকারী এলজিইডি অফিসের সামনে এ ঘটনা ঘটায়। স্থানীয়দের প্রতিরোধের কারণে অস্ত্রধারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রের পিতা লালাদীঘির পারের ফাহিমুল ইসলাম বাদী হয়ে সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে শেখ লাবীব বিন ফাহিম মদীনা মার্কেটের সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদারাসা থেকে ফেরার পথে অস্ত্রধারীরা অপহরণ ও প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা করে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক গাড়ির গতিরোধ করে হামলা করে অপহরণের চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার