প্রচ্ছদ

ভেনিজুয়েলায় ভয়াবহ বন্যা : ৪ হাজার ৫শ’ পরিবার ক্ষতিগ্রস্ত

০৮ আগস্ট ২০১৭, ১০:২৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

৮ আগস্ট, ২০১৭  : ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৪ হাজার ৫শ’ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির তোড়ে দেশটির একটি বৃহৎ জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম একথা জানিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের প্রধান দুটি নদী ওরিনোকে ও ক্যারোনি দু’কূল উপচে বলিভার, ডেল্টা আমাকুরো ও অ্যামোজোনাসের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে।
খবর এএফপি’র।
স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে বন্যার কারণে ভেনিজুয়েলার বৃহৎ জলবিদ্যুৎ বাঁধের মধ্য দিয়ে তীব্র ¯্রােত বয়ে আসতে দেখা গেছে। এখান থেকে দেশের চাহিদার ৭০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এ পরিস্থিতিতে বিরোধী দল বন্যা পরিস্থিতির আরো অবনতি যেন না হয় সেজন্য আশু ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।(বাসস ডেস্ক)

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার