প্রচ্ছদ

আওয়ামীলীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন সফল করতে হবে — মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১৭ মার্চ ২০১৭, ১২:১০

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট আলিয়া মাদরাসা মাঠে আগামী ২২ মার্চ আওয়ামীলীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন সফল করতে তৃণমূল আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রতিনিধি সম্মেলন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যক্রম আরো গতিশীল করতে এ প্রতিনিধি সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করবে। তাই যথাসময় সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের পরামর্শ দেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৬ মার্চ বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও ৫টি ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় শেখ রাসেল অডিটোরিয়ামে প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল ও ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীরের যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুর রউফ, নজরুল ইসলাম মিফতা, ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, জাহিদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ নেওয়াজ, হাজী আব্দুল হাই খসরু, নূরুল ইসলাম খোকন, উপজেলা শ্রমিক লীগের সভাপত আলতাউর রহমান রুনু, শাহজালাল সারকারখানা সিবিএ সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক রায়হান খন্দকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রিকেশ দেব রন্টু, সাধারণ সম্পাদক লোকমান আলী লুছমান, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মইন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিসবাহ হোসেন চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম পংকি সা. সম্পাদক আব্দুল কাইয়ুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তোতা মিয়া, সা. সম্পাদক মুজিবুর রহমান, জিল্লুর রহমান, আজাদুর রহমান, দোলা মিয়া, রফিক মিয়া, মিজানুর রহমান জুয়েল, হাজী খছরু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিজন দেব নাথ, সা. সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, যুবলীগ নেতা তৈয়বুর রহমান শাহিন, পারভেজ আহমদ, টিপু সুলতান, দিদারুল আলম নিমু, কামরানুল ইসলাম কামরান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসার আহমদ শাহ, মাহবুবুল ইসলাম মিসলু, জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুনেদ আহমদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ, ছাত্রলীগ নেতা জুবের আহমদ প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার