সিলেটের বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৫:০৮
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগল্লারগাঁও অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ব ইজতেমার স্থানীয় উপস্থিত আয়োজকদের সাথে মতবিনিময় কালে বলেন, তাবলীগ জামাতের উদ্যোগে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ইজতেমা মাঠে মুসল্লদের পানি, বিদ্যুৎ, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বস প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইজতেমা মাঠের জিম্মাদার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ও এমদাদ হোসেন। পরিদর্শন কালে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, দক্ষিণ সুরমা থানার ওসি এস.এম আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আলী রাজা, হাজী চুনু মিয়া, হাজী দুদু মিয়া, খলকু মিয়া, মোল্লারগাঁও ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি মাহমদ আলী, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী বশির মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মতিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম নুরুল ইসলাম, আহবায়ক আশিক আলী, মুছাদ্দেক হোসেন মুসা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছারওয়ার আলম মিতুন, ইকবাল হোসেন মিঠু, আকবর আলী মেম্বার, শাহানুর মেম্বার, ছাত্রলীগ নেতা এডভোকেট শামীম আহমদ, ছদরুল ইসলাম, যুবলীগ নেতা নিজামুর রহমান নিজাম বেলায়েত হোসেন, ক্বারী ফয়সল আহমদ, সাহেদ হোসেন, জুনেদ আহমদ প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন