প্রচ্ছদ

বড়লেখাকে জঙ্গিবাদ মুক্ত রাখার ঘোষণা হুইপ শাহাব উদ্দিনের

০৩ আগস্ট ২০১৬, ১৫:৩০

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageজঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে’ মৌলভীবাজারের বড়লেখায় সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (০৩ আগস্ট) দুপুরে বড়লেখা-শাহবাজপুর সড়কের দক্ষিণ বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানারে বড়লেখা পৌরসভা, বালিকা উচ্চ বিদ্যালয়, পাথারিয়া ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা শ্রমীকলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রায় ৩০ মিনিট ব্যাপী এই মানববন্ধন চলাকালে সড়কে যানচলাচল বন্ধ থাকে।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাস, তাদের ইন্ধনদাতা ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এজন্য জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে হুইপ বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। কিন্তু কিছু বিপথগামী যুবক ঠাণ্ডা মাথায় নিরীহ মানুষ হত্যা করে ইসলাম ধর্মকে হেয় করছে। 

মানববন্ধনে বক্তব্যে বড়লেখা উপজেলাকে জঙ্গিবাদ মুক্ত রাখার ঘোষণা  দিয়ে সবার সহযোগীতা চান হুইপ । পাশাপাশি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জঙ্গি প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানান তিনি ।

অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার