প্রচ্ছদ

শুক্রবার থেকে সিলেটে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক

১৩ এপ্রিল ২০১৬, ১৫:০৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

20001জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (১৫ এপ্রিল) থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (১৩ এপ্রিল) কদমতলীতে এক সমাবেশে এই ঘোষণা দেন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উৎসবের কথা বিবেচনা ধর্মঘট একদিন পিছিয়ে ১৫ এপ্রিল করা হয়েছে বলেও জানান তারা।

দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে ভাংচুর ও লুটপাট এবং এ ঘটনায় ফলিককে প্রধান আসামী করে থানায় মামলা না নেয়ার প্রতিবাদে সিলেটে জ্বালানি সেক্টরে মঙ্গলবার ধর্মঘট পালনের পর রাতে থানা ফলিকের বিরুদ্ধে মামলা নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে এ কর্মসূচি প্রত্যাহারের খবরটি নিশ্চিত করেন সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী।

এবার মামলা নেয়ার প্রতিবাদে পাল্টা ধর্মঘটের ডাক দিল পরিবহন শ্রমিক ইউনিয়ন।

উল্লেখ্য, সোমবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে একদল লোক দক্ষিণ সুরমা বাইপাসে অবস্থিত সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট এর ঘটনার পর সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ কয়েকজনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা করতে দায়ের করতে যাওয়ার পর থানা কর্তৃপক্ষ সেলিম আহমদ ফলিকের নাম বাদ দিয়ে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন এ অভিযোগে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

ধর্মঘট আহ্বানকারীদের অভিযোগ সেলিম আহমদ ফলিকের নির্দেশেই সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও ৩ লাখ ৬৪ হাজার ১৬৬ টাকা লুট করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার