প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ উপজেলা নতুন উপজেলা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর

০২ জুন ২০১৮, ২৩:৪৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন- বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সরকার ব্যবস্থা যত বেশি উন্নত হবে দেশের মানুষ তত বেশি সেবা ভোগ করতে পারবেন। স্থানীয় সরকারের কার্যক্রম আরো বেশি গতিশীল করতে উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। ব্রিটিশ আমলে নির্মিত একটি টিন সেডের ঘরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ এর কার্যক্রম চলে আসছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমার প্রচেষ্টায় উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী উপজেলা নতুন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কমপ্লেক্সটির নির্মাণ কাজ সম্পন্ন হলে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা পাবে। এতে জনগণ এর সুফল ভোগ করতে সক্ষম হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার সকালে ৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা কমপ্লেক্সের নতুন চারতলা বিশিষ্ট ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুল মামুন এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মহিব উদ্দিন বাদল।
উপজেলা প্রকৌশলী রমাপদ দাশের স্বাগত বক্তব্য রাখেেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিফতার, শ্রমিকলীগের সভাপতি আলতাউর রহমান রুনু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, উপজেলা- মুক্তিযোদ্ধা কমান্ডার আক্রাম হোসেন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক, আব্দুল মালিক সাইস্তা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, উপজেলা যুবলীগের আওবায়ক মাসার আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার