প্রচ্ছদ

অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : প্রবাসী কল্যাণ মন্ত্রী

২৪ আগস্ট ২০১৬, ১৯:২২

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016-08-24_6_410667প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, নিরাপদ অভিবাসন এবং অভিবাসন ব্যয় কমানোর উদ্দেশ্যে সরকার কাজ করছে।
তিনি আজ শ্রীলংকার রাজধানী কলম্বোতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মহাপরিচালক উইলিয়াম লসি সুইং -এর সঙ্গে আজ এক বৈঠকে এ কথা বলেন। বৈঠকে নিরাপদ অভিবাসন ও যৌক্তিক অভিবাসন ব্যয়সহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে আইওএম’র সহযোগিতার জন্য সংস্থার মহাপরিচালককে ধন্যবাদ জানান।
কলম্বো প্রসেস এর ৪র্থ অফিসিয়াল এবং মন্ত্রী পর্যায়ের সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মঙ্গলবার শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। কলম্বোতে ২৪ ও ২৫ আগস্ট কলম্বো প্রসেস ফোরামে সর্বোচ্চ নীতি নির্ধারণী সভাসমূহ অনুষ্ঠিত হবে। আগামীকাল মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।
কলম্বো প্রসেস এশিয়ার অভিবাসী কর্মী প্রেরণকারী ১১টি দেশের একটি আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় ফোরাম। এ ফোরামের প্রধান উদ্দেশ্য হলো সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও ভাল অভ্যাস নিয়ে আলোচনা এবং শ্রমবাজার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদিতে মতবিনিময়ের মাধ্যমে অভিবাসী কর্মীদের স্বার্থ, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। এ ফোরামের সদস্য দেশ হিসেবে বাংলাদেশ এ সকল কর্মসূচিতে নিয়মিত ও সক্রিয় অংশগ্রহণ এবং অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
কলম্বো প্রসেস এ অংশগ্রহণ শেষে মন্ত্রী আগামী ২৬ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার