বালাগঞ্জ ও ওসমানিনগরে আওয়ামীলীগের প্রার্থী বাছাই সম্পন্ন।
১৬ এপ্রিল ২০১৬, ১১:০৭

১৬এপ্রিল ২০১৬ :: সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন দলীয় প্রার্থী নির্বাচনের জন্য ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভোট গ্রহনের জন্য সভা করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দুই উপজেলার মোট ১৪ ইউনিয়নে প্রার্থী নির্ধারণের জন্য এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
দুই উপজেলার ১২টি ইউনিয়নে প্রার্থী নির্ধারণের জন্য ভোট গ্রহন করা হলেও দু’টি ইউনিয়নে তৃনমূলের ভোটগ্রহন প্রয়োজন হয়নি। বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়াকে সমর্থন দেন বাকী প্রার্থীরা।
অন্যদিকে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক লাভ করেন যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক।
বাকী ইউনিয়নগুলোতে তৃনমূলের ভোটে
বালাগন্জ উপজেলার ৬ টি ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে তৃনমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ১নংপূর্ব পৈলনপুরে আব্দুল মতিন,২ নং বোয়ালজুড়ে অন্যান্য প্রার্থীরা সরে যাওয়ায় মোঃ আনহার মিয়া, ৩ নংদেওয়ানবাজারে আব্দুল কাদির খছরু, ৪ নং পশ্চিমগৌরিপুরে নাসির উদ্দিন, ৫ নংবালাগঞ্জে এম এ মতিন ৭ভোট মোঃ জুনেদ মিয়া ৭ ভোট তুহিন মনসুর ৬ ভোট পায় ও পূর্বগৌরিপুরে হিমাংশু রঞ্জন দাস, এদিকে ওসমানী নগরে ৬টি ইউনিয়নে উমরপুর কিবরিয়া, সাদীপুরে মুক্তিযোদ্বা কবির উদ্দন আহমদ, পশ্চিম পৈলনপুরে শেরওয়ান, বুরুঙ্গা মকদ্দুছ মিয়া, গোয়ালাবাজারে পীর মজনু মিয়া, তাজপুরে অরুনোদয় পালঝলক,দয়ামীরে আব্দুল হামিদ, উছমানপুরে নেপা মিয়া বলে জানা যায়।একটি দলীয় বিশ্বস্ত সুত্রে জানা যায়, উক্ত তৃনমূলের মতামত জেলা থেকে কেন্দ্রে পাঠানোর পর চুড়ান্ত তালিকা দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আসবে।