প্রচ্ছদ

পরিকল্পিতভাবে শিল্পকারখানা স্থাপনে দ্রুত গ্যাস-বিদ্যুৎ সংযোগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১২ মার্চ ২০১৬, ১০:৫৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

66fff1c1d0dfa3229b048e9b04eefa02-রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড), ইকনোমিক জোন বা বিসিক নির্ধারিত স্থানে পরিকল্পিতভাবে শিল্পকারখানা স্থাপন করলে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট -২০১৬ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, যেসব শিল্প প্রতিষ্ঠান আগে গ্যাস ব্যবহার করে জেনারেটর চালাতো তাদের এখন গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা উচিত। আগামী দুই বছরের মধ্যে এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি গ্যাসিফিকেশন ইউনিট) স্থাপন সম্পন্ন হলে গ্যাসের সমস্যা অনেকটাই দূর হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড লিমিটেডের নির্বাহী পরিচালক এস এম ফরমানুল ইসলাম, ইএনথ্রি সাসটেইনেবল সলিউশন লিমিটেডের পরিচালক সিথারাম রাম ও পাওয়ার এন্ড এনার্জি ম্যাগাজিনের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন বক্তব্য রাখেন।

সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট-২০১৬ এর প্রদর্শনীতে ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান ২২০টি স্টলে বিদ্যুৎসাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ারকন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব বিল্ডিং নির্মাণ যন্ত্রাংশ, অফিস ইন্টেরিয়র, হিট কন্ট্রোল প্রযুক্তি ও কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ এবং বিল্ডিং অটোমেশনসহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শন করছে। সূত্র: বাসস।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার