প্রচ্ছদ

রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

২৫ জানুয়ারি ২০১৬, ১৬:৩৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

FILES-31115e‘বিতর্কিত বক্তব্য’ দেয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার বাদীর অভিযোগ আমলে নিয়ে খালেদা জিয়াকে ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

সকালে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। ১১টার দিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নেতৃত্বে শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। বাদীর জবানবন্দী গ্রহণ করে ১২টা ২০ মিনিটে বিচারক এ আদেশ দেন।

এদিকে ‘এই মামলা পরিহাস ছাড়া কিছু নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

এর আগে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর খালেদার ‘বিতর্কিত বক্তব্য’র প্রত্যাহারের জন্য খালেদা জিয়াকে উকিল নোটিশ পাঠান। এর জবাব না পেয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার