প্রচ্ছদ

লাউয়াছড়ায় গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৩ জানুয়ারি ২০১৬, ২৩:২৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

indexমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিকৃত মুখের অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (১২ জানুয়ারী) রাত নয়টায় কমলগঞ্জ থানার উপ পরিদর্শক লিটন পাল ও আল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর বনের ভিতর থেকে এ লাশটি উদ্ধার করে।
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, জাতীয় উদ্যানের ভিতর শেভরন গ্যাসে কূপের ১নং গেইট থেকে উত্তরে বেশ কিছু গভীর বনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক যুবকের লাশ ঝুলন্ত ছিল। এ খবর পেয়ে মঙ্গলবার বিকালে বনকর্মীদের নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত হয়ে খবরটি কমলগঞ্জ থানার পুলিশকে দেন। মঙ্গলবার রাত নয়টায় থানার উপ পরিদর্শক লিটন পাল ও আল আমীনের নেতৃত্বে বনকর্মীদের উপস্থিতিতে ঝুলন্ত অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্যপ্রাণী) রেজাউল করিম বলেন লাশের মুখ বিকৃত থাকায় তার কোন পরিচয় পাওযা যায়নি। তাছাড়া বিষয়টি তাদেরকে কিছুটা ভাবিয়ে তুলেছে। কমলগঞ্জ থানার সিনিয়র উপ পরিদর্শক জাহিদুল ইসলাম জাতীয় উদ্যানের বন থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার